সাম্প্রতিক সময়ে আলোচিত ইসকনের একটি অফিসিয়াল ওয়েবসাইট সাময়িক সময়ের জন্য ডাউন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সাইবার এডুকেশন বিডি টিম।শনিবার (২৫ অক্টোবর ২০২৫) এক অনলাইন বিবৃতিতে সাইবার এডুকেশন বিডি টিম জানায়, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইসকনের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ হিসেবে আমরা প্রতিরোধমূলক এই সাইবার পদক্ষেপ নিয়েছি। সংগঠনটির প্রতিষ্ঠাতা শুভ বলেন, আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না, তবে ইসলামবিরোধী প্রচারণা চালালে তার বিরুদ্ধে ডিজিটাল জবাব দেওয়া হবে। এটি আমাদের নৈতিক প্রতিরোধ। তিনি আরও জানান, এটি ছিল একটি টেম্পোরারি আক্রমণ (temporary attack), যার মাধ্যমে ওয়েবসাইটটি কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসকরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, সাইবার এডুকেশন বিডি একটি স্বাধীন অনলাইন টিম, যারা ডিজিটাল সুরক্ষা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করার দাবি করে আসছে।