October 27, 2025, 5:01 am
শিরোনাম:
বিএনপি’র অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ১ বছর পূর্ণ হয়েছে গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শহিদুল ইসলাম (মাস্টার) তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে ভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর-৩ আসনে জনমনে এক নাম, জনবান্ধব চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন কে এমপি হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ ইসকনের ওয়েবসাইট সাময়িক ডাউন: দায় স্বীকার করলো সাইবার এডুকেশন বিডি টিম তারেক রহমানের ৩১ দফায় জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য অন্যতম ডা. মাজহারুল আলম গাজীপুর সদরে বিএনপি নেতার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দখল ও ভয়ভীতি প্রদর্শনের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরের মখশ বিল এখন ঘুরতে আসার নতুন হটস্পট! প্রকৃতি, প্রেম আর পিকনিকের উচ্ছ্বাসে মুখরিত বিলপাড় তারুণ্যনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে হালডোবায় উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

কালিয়াকৈরের মখশ বিল এখন ঘুরতে আসার নতুন হটস্পট! প্রকৃতি, প্রেম আর পিকনিকের উচ্ছ্বাসে মুখরিত বিলপাড়

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরের শান্ত মখশ বিল এখন যেন আনন্দ আর রোমাঞ্চের নতুন নাম!  আগে যেটি ছিল স্থানীয়দের মাছ ধরা আর পাখি দেখার নিরিবিলি জলাভূমি, এখন সেটিই পরিণত হয়েছে তরুণদের আড্ডা, পরিবারগুলোর পিকনিক আর পর্যটকদের ভ্রমণ আনন্দে ভরপুর এক স্বর্গভূমিতে। প্রকৃতির বুক চিরে বিস্তৃত সবুজের সমারোহ, হালকা বাতাসে পানির ঢেউ, আর সূর্যাস্তের সময় বিলের পানিতে আগুনের মতো রঙ ছড়িয়ে দেয় মনমুগ্ধকর দৃশ্য।  অনেকে বলেন, একবার যে মখশ বিলে যায়, সে বারবার যেতে চায়! সপ্তাহের ছুটির দিনগুলোয় এখন এখানে মানুষের ঢল নামে। কেউ নৌকাভ্রমণে মেতে ওঠে, কেউ আবার বিলের ধারে বসে প্রিয়জনের সঙ্গে গল্পে ডুবে যায়। পাশেই স্থানীয় যুবকরা চায়ের দোকান আর ভাজাপোড়া বিক্রি করে জমিয়ে তুলেছে এক টুকরো উৎসবের আমেজ। সামাজিক মাধ্যমে মখশ বিলের মনোরম ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে গেছে  ভাইরাল বিল-এর খ্যাতি। অনেকেই বলছেন, এই বিল শুধু প্রকৃতি নয়, এটা এখন আনন্দের প্রতীক। এলাকা বাসি জানায়, বিলের চারপাশে পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের  সুদৃষ্টি কামনা করেন। সড়ক উন্নয়ন, বসার জায়গা এবং সৌন্দর্যবর্ধনের এগিয়ে আসবে বলে।  আশা করেন স্থানীয়রা ,  অদূর ভবিষ্যতে মখশ বিল গাজীপুরের নতুন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। শেষে এক চিলতে হাসি প্রকৃতি যেখানে হাসে, মানুষও সেখানে হাসে। আর সেই হাসির নাম এখন মখশ বিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা