গাজীপুরের কালিয়াকৈরের শান্ত মখশ বিল এখন যেন আনন্দ আর রোমাঞ্চের নতুন নাম! আগে যেটি ছিল স্থানীয়দের মাছ ধরা আর পাখি দেখার নিরিবিলি জলাভূমি, এখন সেটিই পরিণত হয়েছে তরুণদের আড্ডা, পরিবারগুলোর পিকনিক আর পর্যটকদের ভ্রমণ আনন্দে ভরপুর এক স্বর্গভূমিতে। প্রকৃতির বুক চিরে বিস্তৃত সবুজের সমারোহ, হালকা বাতাসে পানির ঢেউ, আর সূর্যাস্তের সময় বিলের পানিতে আগুনের মতো রঙ ছড়িয়ে দেয় মনমুগ্ধকর দৃশ্য। অনেকে বলেন, একবার যে মখশ বিলে যায়, সে বারবার যেতে চায়! সপ্তাহের ছুটির দিনগুলোয় এখন এখানে মানুষের ঢল নামে। কেউ নৌকাভ্রমণে মেতে ওঠে, কেউ আবার বিলের ধারে বসে প্রিয়জনের সঙ্গে গল্পে ডুবে যায়। পাশেই স্থানীয় যুবকরা চায়ের দোকান আর ভাজাপোড়া বিক্রি করে জমিয়ে তুলেছে এক টুকরো উৎসবের আমেজ। সামাজিক মাধ্যমে মখশ বিলের মনোরম ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে গেছে ভাইরাল বিল-এর খ্যাতি। অনেকেই বলছেন, এই বিল শুধু প্রকৃতি নয়, এটা এখন আনন্দের প্রতীক। এলাকা বাসি জানায়, বিলের চারপাশে পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের সুদৃষ্টি কামনা করেন। সড়ক উন্নয়ন, বসার জায়গা এবং সৌন্দর্যবর্ধনের এগিয়ে আসবে বলে। আশা করেন স্থানীয়রা , অদূর ভবিষ্যতে মখশ বিল গাজীপুরের নতুন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। শেষে এক চিলতে হাসি প্রকৃতি যেখানে হাসে, মানুষও সেখানে হাসে। আর সেই হাসির নাম এখন মখশ বিল।