গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম সাহেবের ইন্তেকালের পর শূন্য হওয়া সভাপতির পদে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শহিদুল ইসলাম (মাস্টার)। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে শহিদুল ইসলাম (মাস্টার) সাহেবকে গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আমিন লেইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি মরহুম জাহাঙ্গীর আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও কর্মমুখী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারিখ: ২৬ অক্টোবর ২০২৫ প্রকাশক: তারেক জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটি